ওয়েব ডেস্ক: হিসেব বলে মানুষের হাতে পায়ে দশটা করে কুড়িটা আঙুল থাকে। যদিও এর ব্যতিক্রম হরদমই দেখা যায়। হাতে ছটা আঙুল নিয়ে হৃতিক রোশনই তাঁর জ্বলন্ত উদাহরণ। কিন্তু আজ যে ব্যতিক্রমের কথা বলব তা শুনলে অবাক হয়ে যাবেন। জানেন কি এই চিনা শিশুটির হাতে পায়ে ক'টি আঙুল আছে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতে ১৫টা এবং পায়ে ১৬টা, মোট ৩১টি আঙুল নিয়ে চিনে জন্মেছে এক শিশু। সদ্য জন্মানো শিশুকে নিয়ে তাই বাবা-মার উচ্ছ্বাসের থেকে আতঙ্কই বেশি। কারণ শিশুটি প্রচন্ডভাবে পলিড্যাক্টিলি রোগের শিকার। মায়ের অবস্থা এত ভয়ানক না হলেও, মায়ের থেকেই এই রোগ বাসা বেঁধেছে শিশুটির শরীরে। যদিও ডাক্তাররা এই রোগকে জেনেটিক বলেন না। ডাক্তাররা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু এই অস্ত্রোপচারে যে অগাধ টাকার প্রয়োজন তা জোগাড় করা সম্ভব নয় ওই পরিবারের। তাই শিশুটিকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে গোটা দেশ। মানুষের সহযোগিতাই একমাত্র সুস্থ করতে পারে এই ফুটফুটে প্রাণটিকে। এর আগে ২০১০ সালে চিনে জন্ম হয়েছিল এমন এক ৩১ আঙুলের শিশুর। বর্তমানে অস্ত্রোপচারের পর সে এখন সুস্থ।