পুরোপুরি মানুষের আগের মানুষের কঙ্কাল পাওয়া গেল!
ওয়েব ডেস্কঃ আচমকাই বিজ্ঞানীদের সামনে খুলে গেল ইতিহাসের এক অজানা পাতা। সন্ধান পাওয়া গেল আধুনিক মানুষের আগের পর্যায়ের মানুষের এমন এক পর্বের যার অস্তিত্বের কোনও ধারণাই ছিল না বিজ্ঞানীদের কাছে। লেবাননে মাটি খুঁড়ে পাওয়া যায় কিছু প্রাচীন কঙ্কাল। সেই কঙ্কালের ডিএনএ পরীক্ষা করেই পাওয়া যায় এক ‘মিসিং লিংক’ যা উধাও হয়ে গিয়েছিল আইস এজের পর।
প্রায় ৩০ হাজার বছর আগে ইউরোপে বাস করত আধুনিক মানুষের এই পূর্বপরুষরা। আইস এজ শেষ হওয়ার পর পৃথিবীতে গরম বাড়তে থাকলে বরফের সঙ্গে সঙ্গেই ইউরোপ থেকে হারিয়ে যায় এরা। ১৫ হাজার বছর আগে শেষ ইউরোপে এদের অস্তিত্ব পাওয়া যায়। এদের ডিএনএতে যে ‘হ্যাপলোগ্রুপ এম’এর তা এশিয়ান, অস্ট্রলীয় বা আমেরিকানদের মধ্যে পাওয়া গেলেও ইউরোপে ছিল পুরোপুরি অনুপস্থিত। এবার বিজ্ঞানীদের হাতে এল সেই মিসিং লিংক।