চিনের জন্য ফের দুসংবাদ! উহানে নতুন করে করোনায় আক্রান্ত এক
চার হাজার ২০০ রোগীর মধ্যে ৪৪৪ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নিজস্ব প্রতিবেদন— টানা পাঁচদিন একজনও নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি চিনের উহানে। কিন্তু পাঁচদিন পর ফের চিনের জন্য দুঃসংবাদ এল। যেখান থেকে সারা বিশ্বে ছড়িয়েছে মারণ ভাইরাস, সেই উত্সস্থলে ফের একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। হুবেই প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিদেশ থেকে আসা সাতজন এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন একজন।
চার হাজার ২০০ রোগীর মধ্যে ৪৪৪ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এক হাজার ২০৩ জন রোগীর অবস্থা এখনও সঙ্কটজনক। ৩৩৬ জন আক্রান্তের অবস্থা অতি সঙ্কটজনক। শুধুমাত্র হুবেই প্রদেশে এখনও পর্যন্ত ৬৭ হাজার ৮০১ জন কোভিড—১৯ এ আক্রান্ত হয়েছেন। রাস্তাঘাট ফাঁকা। জনহীন অবস্থায় পড়ে রয়েছে গোটা শহর। তিন হাজার ১৬০ জন আক্রান্ত ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন— বিশ্বের প্রয়োজন করোনা প্রতিষেধক, কোন দেশ তৈরি করল বড় কথা নয়, বড়সড় পদক্ষেপ কানাডার
গত পাঁচদিনে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় আশার আলো দেখেছিল চিন। কিন্তু নতুন করে স্থানীয়দের মধ্যে একজন আক্রান্ত হওয়ায় চিন সরকারের উদ্বেগ বাড়ল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেত, করোনা ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। তাই প্রায় রোজই হাজার মানুষ কম করে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। একমাত্র কোয়ারান্টিনে থাকা ছাড়া আপাতত অন্য কোনও রাস্তা নেই।