জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাকের বদলে যেমন নরুন, তেমন বিজ্ঞানের বদলে সংস্কৃতি। নিউটনের বদলে গান। ক্লাস ইলেভেনের পদার্থবিজ্ঞানের পরীক্ষা চলছিল। প্রশ্ন এসেছিল আইজ্যাক নিউটনকে নিয়ে। পড়ুয়া উত্তরে জনপ্রিয় একটি গানের কথা লিখে দিয়েছে! আর পড়ুয়ার এহেন সৃষ্টিশীল উত্তরে খেপেছেন সংশ্লিষ্ট শিক্ষক। তিনি উত্তরপত্রের একটি ছোট ভিডিয়ো করেছেন। পরে সেটি আপলোডও করেছেন হোয়াটসঅ্যাপে। সেটি ভাইরালও হয়। উত্তরপত্রে পড়ুয়া আলি জাফরের ‘ঝুম’ গানটির কথা লিখেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: C/2022 E3 (ZTF): সাবধান! ৫০ হাজার বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এক ধূমকেতু...


এ ঘটনা কোথায় ঘটেছে, তা জানা যায়নি। ওই শিক্ষার্থী বা শিক্ষকের পরিচয়ও জানা যায়নি। শুধু জানা গিয়েছে, ভিডিয়ো পোস্ট করে রাগান্বিত শিক্ষক লিখেছেন, কোনও শিক্ষার্থীর উত্তরপত্রে গানের কথা লিখে রাখাটা শিক্ষকের পক্ষে রীতিমতো অপমানজনক। নিশ্চয়ই ওই শিক্ষার্থীর ক্লাসে মনোযোগ ছিল না। বিজ্ঞানী নিউটন ও তাঁর কাজ নিয়ে যখন ক্লাসে আলোচনা হয়েছিল, তখন সে ঘুমিয়ে কাটিয়েছে। তাই পরীক্ষার খাতায় সে উত্তর লিখতে পারেনি।


আরও পড়ুন: Russian President Vladimir Putin: কী ভাবে এবং কবে মৃত্যু ঘটবে পুতিনের বলে দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা...


তবে ঘটনাটা শুধু স্কুলের চৌহদ্দিতেই আটকে থাকেনি। পড়ুয়া-শিক্ষকের সীমারেখা ছাড়িয়ে ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে ‘ঝুম’ গানের শিল্পী আলি জাফর পর্যন্ত। পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক ভিডিয়োটি ট্যুইটারে শেয়ারও করেছেন। জাফরের এই পোস্ট সাড়া ফেলে দিয়েছে। পোস্টটিতে শিক্ষার্থীদের উদ্দেশে আলি জাফর লেখেন-- ভাইরাল হওয়া এই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়েছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, আমার গানে পদার্থবিজ্ঞান খুঁজতে যেয়ো না। যদিও এ গানের কথা-সহ সর্বত্র পদার্থবিজ্ঞানের উপস্থিতি রয়েছে। সে আলাদা প্রসঙ্গ। শিক্ষাজীবনে পড়াশোনাকে গুরুত্ব দিতেই হবে। শিক্ষকের পরিশ্রমকে শ্রদ্ধা করতে হবে!


সংগীতশিল্পী জাফরের পোস্টের নীচে একজন মন্তব্য করেছন, ‘আলি জাফর ভাই তরুণদের ও তাঁর অনুসারীদের পড়ালেখায় উৎসাহ দিয়েছেন। এটা দারুণ।’ অন্য একজন লেখেন, ‘আপনি শুধু একজন মেধাবী মানুষ নন, আপনি দারুণ ভাবে অনুপ্রাণিতও করেন। আপনি জীবনে যেসব অর্জন করেছেন, যেখানে এসে পৌঁছেছেন, সেই যাত্রাপথটা তরুণদের জানানো উচিত। কেননা জীবনে উন্নতি করতে হলে অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)