নিজস্ব প্রতিবেদন: একেবারে খাঁটি বাঙালিয়ানায় আন্তর্জাতিক মঞ্চে সস্ত্রীক বঙ্গ সন্তান অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্টকহোমের কনসার্ট হলে আনুষ্ঠানিকভাবে নোবেল পেলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়, স্ত্রী এস্থার দুফলো ও মাইকেল ক্রেমার।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অক্টোবরেই জানা গিয়েছিল, অমর্ত্য সেনের পর নোবেল পেতে চলেছেন আরও এক বাঙালি। চলতি বছর অর্থনীতিতে নোবেলপ্রাপক হিসেবে ঘোষণা হয়েছিল, অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার দুফলো ও সহযোগী গবেষক মাইকেল ক্রেমারের নাম। সেই ঐতিহাসিক মুহূর্ত এল মঙ্গলবার সুইডেনের স্টকহোম শহরে। একেবারে ধুতি ও পঞ্জাবিতে হাজির হয়েছিলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। স্বামীকে যোগ্য সঙ্গত দিয়ে শাড়ি পরেছিলেন ফরাসী এস্থার দুফলো। তাঁদের হাতে নোবেল পুরস্কার তুলে দিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। অভিজিত্ ও এস্থার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নোবেল থেকে প্রাপ্য অর্থ দিয়ে দান করবেন গবেষণায়।