Afghanistan | Taliban: ফিরতে হবে অত্যাচারী স্বামীর কাছেই! বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ তালিবানের আপন দেশে...
Afghanistan | Taliban: আফগান মহিলাদের প্রতি অবিচারের এবার আর এক রূপ! তালিবান শাসনে ওষ্ঠাগত সে দেশের নারী। আফগানিস্তানের নতুন সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাঁরা যেন নিজেদের স্বামীর কাছে ফিরে যান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগান মহিলাদের প্রতি অবিচারের এবার আর এক রূপ! তালিবান শাসনে ওষ্ঠাগত সে দেশের নারী। আফগানিস্তানের নতুন সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মহিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে, তাঁরা যেন নিজেদের স্বামীর কাছে ফিরে যান। এই তালিবানি নির্দেশের পরেই প্রাণভয়ে আতঙ্কিত বিবাহবিচ্ছিন্না মহিলারা। একদিকে স্বামীর অত্যাচার, অন্য দিকে তালিবানি নিষ্ঠুরতা! কোন দিকে যাবেন সে দেশের অসহায় মহিলারা?
আরও পড়ুন: ২০৩০ সাল নাগাদ পৃথিবীর গভীর সমুদ্রে কী পরিবর্তন আসছে জানেন?
তালিবান আটকে রয়েছে তালিবানি নিয়মেই। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের সময় তালিবান প্রতিশ্রুতি দিয়েছিল, ৯০-র দশকের মতো শাসনব্যবস্থা ছিল, তা থাকবে না। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়েই তারা শরিয়া আইন কার্যকর করবে। কিন্তু ক্ষমতা দখলের পর থেকেই একের পর এক নতুন নিয়ম লাগু করছে তালিবান। কেড়ে নেওয়া হয়েছে মেয়েদের শিক্ষা, চাকরির অধিকার। বন্ধ করে দেওয়া হয়েছে মহিলাদের বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষার পর ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে একা বেরোনো, পছন্দমতো পোশাক পরা ইত্যাদি যাবতীয় অধিকারই কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Pakistan: খাইবার পাখতুনখোয়ায় হঠাৎ হাজার হাজার পুলিস পাঠাল পাকিস্তান! ভারতের কী করণীয়?
এক মহিলার ঘটনা জানা গিয়েছে। বিয়ের পরে বহু বছর ধরে তাঁর স্বামীর অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। প্রাক্তন স্বামী মেরে ভেঙে দিয়েছেন তাঁর দাঁত, আঙুল! টেনে ছিঁড়ে দিয়েছেন মাথার চুল! ভয়াবহ এই অত্যাচার সহ্য করতে না পেরে মার্কিন সমর্থিত আফগানিস্তান সরকার থাকাকালীনই ওই মহিলা বিবাহ বিচ্ছেদ করেন। সন্তানদের নিয়ে আলাদা হয়ে যান। কিন্তু আফগানিস্তানে তালিবান শাসন ফিরতেই কম্যান্ডাররা তাঁর ডিভোর্স পেপার ছিঁড়ে দেন। তাঁকে নির্দেশ দেওয়া হয়, প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে হবে!