নিজস্ব প্রতিবেদন: অসম বয়সী প্রেম। একজনের বয়স ৩০, অন্যজনের ২০। সাত বছরের সম্পর্কের পরিণতি যা হল, তা সত্যিই ভয়ঙ্কর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রেমিক যখন কৈশরে তখন থেকেই তার দেখভালের দায়িত্ব নিয়েছিল প্রেমিকা। আর্থিক সাহায্য তো বটেই, যন্ত আদ্যিতেও কোনওকরম ফাঁকফোঁকড় রাখেননি। সোজা কথায়, বয়সে ছোট প্রেমিককে প্রাণের থেকেও বেশি ভালবাসতেন। সেই প্রেমিক যখন তাকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তখনই খড়্গহস্ত হন প্রেমিকা।


আরও পড়ুন- ধর্ষণের প্রতিবাদ, পার্লামেন্টে অন্তর্বাস নিয়ে হাজির আইরিশ মহিলা সাংসদ


২০ বছরের যুবককে খুন করে তাকে কুচিকুচি করে ম্যাকবুস নামের বাহারিনের একটি সুস্বাদু খাবার বানালেন প্রেমিকা। সেই খাবার খাওয়ালেন পাকিস্তান থেকে আরব আমিরশাহিতে আসা শ্রমিকদের। খলিজ টাইমস-এ প্রকাশিত এই খবরেই তোলপাড় গোটা বিশ্ব।



(ম্যাকবুস)


হাড়হিম করা এই খবর পড়ার পর অনেকেরই কথা বন্ধ হয়ে গিয়েছে। প্রেম কীভাবে এতটা অমানবিক, নৃশংস হতে পারে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।    


আরও পড়ুন- বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম


গতবছর থেকেই মৃত এই যুবককে খুঁজে পাচ্ছিল না তাঁর পরিবার। এবছর জানুয়ারিতে একটি মিসিং ডায়েরিও দায়ের করেছিল মৃত যুবকের ভাই। পুলিস তদন্তে নেমে যে সত্যের সামনাসামনি হয়, তাতে স্তম্ভিত হবেন আপনিও। অভিযুক্ত মহিলার বাড়িতে তদন্ত করার সময় মিক্সার মেশিনে একটি মানুষের দাঁত পান তদন্তকারীরা। তা দেখেই সন্দেহ হয় তাঁদের। এরপর তদন্ত এগোতেই পুলিস জানতে পারে প্রেমিককে কুচিকুচি করে কেটে ম্যাকবুস নামের পদ বানিয়েছে প্রেমিকা। সেই খাবার পাকিস্তান থেকে আরব আমিরশাহিতে কাজ করতে আসা শ্রমিকদের খাইয়েছেন তিনি। এমনকী পাড়া প্রতিবেশীকেও সেই খাবার খাইয়েছেন বলে তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।


খলিজ টাইমস প্রকাশিত খবর অনুযায়ী,  আল আইন শহর নিবাসী ওই মহিলাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।