নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার গভীর রাতে পশ্চিম কাবুলের দুটি আলাদা আলাদা জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কমপক্ষে ছয়জন নিহত ও সাতজন আহত হয়। এমনই জানিয়েছেন আফগান সরকারের এক মুখপাত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বরাষ্ট্র মন্ত্রকের উপ-মুখপাত্র সাইদ হামিদ রুশান জানিয়েছেন, উভয় মিনিভ্যানকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছিল। 


আরও পড়ুন, বিশ্বে প্রথম bird flu স্ট্রেন H10N3 ভাইরাসে আক্রান্ত চিনের বাসিন্দা


ঘটনাস্থলের প্রথমটি হল বিশিষ্ট হাজারা নেতা মোহাম্মদ মহাকিকের বাড়ির কাছে এবং দ্বিতীয়টি একটি শিয়া মসজিদের সামনে। প্রসঙ্গত, বেশিরভাগ হাজারা শিয়া। দ্বিতীয় বিস্ফোরণের লক্ষ্য ছিল একটি মিনিবাসও। রুশন জানান, এখনও বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।


যদিও এখনও পর্যন্ত পাওয়া খবরে, বিস্ফোরণে দায় কেউ স্বীকার করেনি। তবে আফগানিস্তান ইসলামিক স্টেট গ্রুপের সহযোগী সংগঠন সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। যারা ৩৬ মিলিয়ন সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম জাতির প্রায় ২০ শতাংশ।