নিজস্ব প্রতিবেদন: আফগানিস্থানে বন্ধ করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। এ সপ্তাহে ওই দুই মেসেঞ্জারের পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আফগানিস্থান টেলিকম রেগুলেটরি অথরিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, গত কয়েক বছরে আফগানিস্থানে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। ফলে সরকারের ওই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় প্রবল প্রতিবাদ শুরু হয়েছে। দেশের টেলি যোগাযোগ মন্ত্রী শাহজাদ আরেবি সংবামাধ্যমে জানিয়েছেন, সরকার মানুষের মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ করছে। সরকারের পালটা দাবি, ওই দুই মেসেঞ্জারের অপব্যবহার হচ্ছে দেশে।


আরও পড়ুন-১০ নভেম্বর বিজেপির মঞ্চে আত্মপ্রকাশ মুকুলের


সরকার কেন ওই জনপ্রিয় মেসেজিং পরিষেবা বন্ধ করে দিচ্ছে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে আফগান সংবাদ মাধ্যমের দাবি, ওই দুই পরিষেবা ব্যবহার করে তালিবান ও জঙ্গি গোষ্ঠীগুলি দেশে একের পর এক নাশকতা চালিয়ে ‌যাচ্ছে। তাদের রুখতেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। 


আরও পড়ুন-নভেম্বরে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে