নিজস্ব প্রতিবেদন: প্রাণপাত লড়াই করেও 'দুর্গ' বাঁচাতে পারলেন না আমরুল্লাহ সালেহ? তালিবানের (Taliban) দখলে চলে এল পঞ্জশির (Panjshir)! দলবল নিয়ে উপত্যকা ছাড়লেন সালেহ (Amrullah Saleh)। এই খবর অবশ্য অস্বীকার করেছেন আফগানিস্তানের 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' (Afghanistan Acting President)।
     
তালিবান সূত্রে খবর, গতকাল দু'টি বিমানে দলবল নিয়ে পঞ্জশির ছেড়ে আমরুল্লাহ সালেহ (Amrullah Saleh)। তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন তাঁরা। পঞ্জশিরও এসেছে তালিবদের দখলে। এই খবর মিথ্যা বলে দাবি করেছেন আমরুল্লাহ সালেহ। বিবিসি-কে দেওয়া অডিয়োবার্তায় তাঁর দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন খবর। পঞ্জশির উপত্যকা থেকে কথা বলছি। রাজনৈতিক ও সৈন্যদের সঙ্গে রয়েছি। আমরা পরিস্থিতির মোকাবিলা করছি। তালিবান, আল কায়দা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন মিলে আক্রমণ করেছে। পঞ্জশিরে এক ইঞ্চি জমিও প্রতিরোধবাহিনী হারায়নি বলেও জানান সালেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



টোলো নিউজ একটি ভিডিয়ো টুইট করেছে। সেখানেও সালেহ দাবি করেছেন, পঞ্জশিরেই রয়েছেন। 


 



জানা দিয়েছে, পঞ্জশিরে নর্দান অ্যালায়েন্সের সঙ্গে এঁটে উঠতে না পেরে আল কায়দার সঙ্গে হাত মিলিয়েছে তালিবান। আল আরাবিয়া টিভি চ্যাবেল দাবি করেছে, পঞ্জশিরে তালিবানের সঙ্গে যোগ দিচ্ছে আল কায়দার জঙ্গি বাহিনীও। 


আরও পড়ুন- Afghanistan: পঞ্জশির দখলে, দাবি তালিবানের; কাবুলে কি টানছেন? পাল্টা সালেহ-বাহিনী


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)