নিজস্ব প্রতিবেদন: কাবুল বিমানবন্দরের পর এবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেখা গেল একই দৃশ্য। তালিবানের হাত থেকে বাঁচতে হাজার হাজার আফগান ভিড় করেছেন স্পিন বলডাক সীমান্তে। পাকিস্তানে ঢোকার জন্য চেকপোস্টে হুড়োহুড়ি পড়ে যায়। বুধবারের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-East Midnapore:  রাতারাতি লাখপতি! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষেরও বেশি টাকা


ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হাজার হাজার আফগান তাদের জিনিসপত্র নিয়ে ধাক্কাধাক্কি করছে সীমান্তের পাক চেকপোস্টে। কড়া রোদে সংকীর্ণ রাস্তার মধ্যে গেট খোলার আশায় স্পিন বলডাক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছেন তারা। সবমিলিয়ে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।



আরও পড়ুন-Visva Bharati: গোপনীয়তা 'লঙ্ঘনে' আচার্য মোদীর মনোনীত সদস্যকে ক্ষমা চাওয়ার নিদান    


নাতিক মালিকজাদা নামে এক টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো। লেখা হয়েছে, এটা কাবুল বিমানবন্দর নয়। এটি পাক-আফগান সীমান্তের স্পিন-বলডাক। এরা সবাই আফগানিস্তান থেকে পাকিস্তান যেতে চান। এখানকার পরিস্থিতি কাবুল বিমানবন্দরের থেকেও খারাপ। এখানে কোনও বিদেশি সেনা নেই। কোনও মিডিয়াও নেই।  
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)