Afghanistan: এবার প্রথম আফগান মহিলা গভর্নরকে বন্দি বানাল Taliban
তালিবানদের রুখতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সালিমা মাজারি।
নিজস্ব প্রতিবেদন: রবিবার তালিবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। দেশ ছেড়েছেন বহু রাজনীতিকও। অন্যদেশে আশ্রয় নিয়েছেন তাঁরা। এই অবস্থায় তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম মহিলা গভর্নরদের একজন সালিমা মাজারি (Salima Mazari)। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। সূত্রের খবর, তাঁকে বন্দি বানিয়েছে জঙ্গি সংগঠনটি।
জানা গিয়েছে, কয়েক বছর আগে আফগানিস্তানে তিনজন মহিলা গভর্নর নির্বাচিত হয়েছিলেন। সালিমা মাজারি (Salima Mazari) তাঁদের মধ্যে একজন। বলখা প্রদেশের ছাহার কিন্ট এলাকা আলিবানদের দখলমুক্ত রাখতে চেয়েছিলেন তিনি। সেজন্য যখন গোটা আফগানিস্তান জুড়ে হানাদারি চালাচ্ছিল জঙ্গি সংগঠনটি, তখন নিজের এলাকার নিরাপত্তার ভার কাঁছে তুলে নিয়েছিলেন সালিমা মাজারি (Salima Mazari)। তালিবানদের সঙ্গে যুদ্ধে নামতে হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে এই নির্ভীক মহিলাকেও বন্দি বানিয়েছেন তালিবানরা।
আরও পড়ুন: Afghanistan: 'Kashmir অভ্যন্তরীণ, দ্বিপাক্ষিক বিষয়', Taliban-দের গলায় ভারতের সুর
আরও পড়ুন: Afghanistan: আফগান মহিলা সঞ্চালককে Taliban নেতার ইন্টারভিউ, ঐতিহাসিক! বলছেন নেটিজেনরা
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিজের পরাক্রমে গত বছর প্রায় ১০০ জন তালিবান সেনাকে আত্মসমর্পন করতে বাধ্য করেছিলেন সালিমা মাজারি (Salima Mazari)।তাঁর নির্ভীক স্বভাবের জন্য প্রশংসাও পেয়েছেন।