নিজস্ব প্রতিবেদন: মুখে শান্তির কথা বললেও, বাস্তবে নৃশংস কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তালিবান (Taliban)। এবার জনপ্রিয় লোকশিল্পী ফাওয়াদ আন্দারাবিকে (Fawad Andarabi) হত্যার অভিযোগ উঠল জঙ্গি সংগঠনির বিরুদ্ধে। স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মাসুদ আন্দারাবি (Massoud Andarabi)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে কৌতুক শিল্পী নাজার মহম্মদকেও হত্যার অভিযোগ উঠেছিল তালিবানদের বিরুদ্ধে। আফগানিস্তানের আন্দারাব উপত্যকা এলাকার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ফাওয়াদ (Fawad Andarabi)। অভিযোগ, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তালিবানরা। মাসুদ আন্দারাবির (Massoud Andarabi) অভিযোগ, আফগানিস্তান জুড়ে শিল্পীদের উপর নৃংসশ অত্যাচার চালাচ্ছে তালিবানরা। শিল্পীদের খুঁজে বার করে হত্যা করা হচ্ছে।


আরও পড়ুন: Pakistan: ISI মদতে Kabul বিমানবন্দরে হামলা, রাওয়ালপিণ্ডিতে তৈরি হয় নীল নকশা!



আরও পড়ুন: Afghanistan: কাবুল বিমানবন্দরে ফের জঙ্গিহানার ইঙ্গিত, সতর্ক করলেন বাইডেন


কাবুল দখলের পরই সংগীত চর্চায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। তাদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছিলেন, “ইসলামে সংগীত কঠোর ভাবে নিষিদ্ধ।