ওয়েব ডেস্ক: বাংলাদেশে ফের খুন হলেন আরও এক ব্লগার। রাজধানী ঢাকার খিলগাঁওতে নিলয় নীল (৪০) নামের ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁর গলা কেটে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাড়াটের পরিচইয়ে এসে দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে বলে এখনও পর্যন্ত জানা গেছে। নিলয় বাংলাদেশের বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনের সদস্য ছিলেন।


তিনি নিয়মিত ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে ব্লগে লেখা লেখি করতেন। বাংলাদেশের যুদ্ধপরাধীদের শাস্তির বিরুদ্ধেও সর্বদা সোচ্চার ছিলেন।


সন্দেহ এই নৃশংহস হত্যাকাণ্ডের পিছনে রয়েছে মৌলবাদী গোষ্ঠীই।


নিলয়ের মৃতদেহ উদ্ধার করে ঢাকার মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে।


গত ফেব্রুয়ারিতে প্রকাশ্য রাস্তায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের খুনের পর বাংলাদেশে মৌলবাদী নাশকতার শিকার হয়েছেন ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাস। এঁরা প্রত্যেকেই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কলমকে অস্ত্র করে রুখে দাঁড়িয়ে ছিলেন মৌলবাদীদের বিরুদ্ধে। এবার সেই তালিকায় যোগ হল নিলয়ের নামও।