নিজস্ব প্রতিবেদন: ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান। তবে এ বার, বিমানকর্মী এবং পাইলটের বচসা বা চুরির চেষ্টায় পাইলটের ধরা পড়ার কারণে নয়। এ বার বোমাতঙ্কের কারণে খবরের শিরোনামে এল এয়ার ইন্ডিয়ার বিমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৯১-এ আচমকাই বোমাতঙ্ক ছড়ায়। এই কারণে, মাঝ পথেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন ফ্লাইটের পাইলট। বোমাতঙ্কের কারণে লন্ডনে জরুরি অবতরণ করতে হয় এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৯১-এর।



এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ কথা টুইট করে জানানো হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ যুদ্ধবিমান নিরাপদে ইন্ডিয়ার বিমানটিকে বিমানবন্দরে নামিয়ে আনতে সাহায্য করেছে।