ওয়েব ডেস্ক: উত্তর কোরিয়ার ওনসানে চলছে বিমান প্রদর্শনী। যুদ্ধবিমানের পাশাপাশি এয়ার শো-তে যোগ দিয়েছে যাত্রীবাহী বিমানও। কালমা এয়ারপোর্টে নানা ধরনের বিমানের কেরামতি দেখে মুগ্ধ দর্শকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এছাড়া, উঁচু ব্রিজের মাথা থেকে ঝাঁপ নীচের নদীতে। রোমাঞ্চকর ক্লিফ ডাইভিংয়ের প্রতিযোগিতা বসনিয়া-হার্জিগোভিনার (HERZEGOVINA) মোস্টারে। স্টারি মোস্ট ব্রিজের ওপর থেকে সেরা ঝাঁপ চেক রিপাবলিকের মিখাল নাভ্রাতিল আর কানাডার লিসান রিচার্ডের।


 


এছাড়াও, চেহারায় ছোট হলে কী হবে। দৌড়ে ওরাও কম যায় না। তারই প্রমাণ মিলল মেলবোর্নের সসেজ ডগ রেসে। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল একশোটি ড্যাশান্ড কুকুর। দৌড়বাজদের উত্সাহ দিতে হাজির ছিলেন প্রচুর দর্শক।