ব্যুরো: অতিকায় এয়ারবাসের জলগমন। দুর্ঘটনা নয়। পুরোটাই পরিকল্পনা মাফিক। সম্প্রতি এমনই বিরল দৃশ্য দেখা গেল তুরস্কে। গল্পের গোরু গাছে তো ওঠে। কিন্তু, এয়ারবাস জলে ডোবে কী? ডোবে আলবাত ডোবে। গল্পে নয় বাস্তবে। এই যেমন ডুবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

না, ঘাবড়াবেন না। দুর্ঘটনা নয়। তুরস্কে ১৭৭ ফুটের অতিকায় এয়ারবাসটিকে ডোবানো হল। উদ্দেশ্যে? বিদেশি পর্যটক ও ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ আরও বাড়ানো।


সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের। সি ডাইভারদের হট ফেবারিট কুসাদাসি। কিন্ত, কয়েকমাস ধরে আকর্ষণ হারাচ্ছিল। ডাইভারদের কাছে জনপ্রিয় করতে এয়ারাস ডোবানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। বেসরকারি একটি সংস্থার কাছ থেকে ৩৬ বছরের পুরনো এয়ারবাসটি কিনে নেয় আয়ডিন পুরকর্তৃপক্ষ।  


জলে মধ্যে ডুবে থাকা এয়াবাসটি এবার থেকে কৃত্রিম রিফ হিসাবে কাজ করবে। এরমধ্যেই বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী। যার টানে ছুটে আসবেন কৃত্রিম ডাইভাররা। অন্তত তেমনটা করছে কর্তৃপক্ষ।


অতিকায় এয়ারবাস জলে ডোবানোর বিরল মুহূতর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন অসংখ্য মানুষ।