Alien On Mars: মঙ্গলে এলিয়ানদের ঘরের দরজার খোঁজ পেল NASA!
দেখুন নাসা`র প্রকাশ করা সেই ছবিটি
নিজস্ব প্রতিবেদন: মঙ্গল গ্রহে (Mars) এলিয়ানদের (Alien) ঘরের দরজার খোঁজ পেল মার্কিন সংবাদ সংস্থা নাসা (NASA)। সেই ছবিও প্রকাশ্য়ে এসেছে।
৭ মে ছবিটি তোলা হয়েছে নাসার রোভার কিউরিওসিটি যানটির MastCam দিয়ে। প্রকাশিত সাদা-কালো ছবিটি এক পলক দেখলে মনে হবে, পাথরের গায়ে ঘরে ঢোকার দরজার মতো কিছু খোদাই করা রয়েছে। অনেক বিজ্ঞানী ভেবেছিলেন, সেটা হয়ত এলিয়ানদের (Alien) ঘরের দরজা। কেউ কেউ জানান, ওটা মঙ্গল গ্রহের (Mars) মধ্যভাগ। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে।
নাসার বিজ্ঞানীরা (NASA) জানান, ওই দরজা আকৃতিটি পাথরের ভাঙা অংশ। মঙ্গলে ক্রমাগত ভূমিকম্পের জেরে, ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে। যেখানে এই আকৃতিটি দেখতে পাওয়া গিয়েছে, সেটা Greenheugh Pediment নামে পরিচিত।