নিজস্ব প্রতিবেদন: মঙ্গল গ্রহে (Mars) এলিয়ানদের (Alien) ঘরের দরজার খোঁজ পেল মার্কিন সংবাদ সংস্থা নাসা (NASA)। সেই ছবিও প্রকাশ্য়ে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৭ মে ছবিটি তোলা হয়েছে নাসার রোভার কিউরিওসিটি যানটির MastCam দিয়ে। প্রকাশিত সাদা-কালো ছবিটি এক পলক দেখলে মনে হবে, পাথরের গায়ে ঘরে ঢোকার দরজার মতো কিছু খোদাই করা রয়েছে। অনেক বিজ্ঞানী ভেবেছিলেন, সেটা হয়ত এলিয়ানদের (Alien) ঘরের দরজা। কেউ কেউ জানান, ওটা মঙ্গল গ্রহের  (Mars) মধ্যভাগ। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে।


নাসার বিজ্ঞানীরা (NASA) জানান, ওই দরজা আকৃতিটি পাথরের ভাঙা অংশ। মঙ্গলে ক্রমাগত ভূমিকম্পের জেরে, ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে। যেখানে এই আকৃতিটি দেখতে পাওয়া গিয়েছে, সেটা Greenheugh Pediment নামে পরিচিত।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)