ওয়েব ডেস্ক: ভারত যেটা চেষ্টা করেও পারেনি। অনেক লাফঝাঁফের পরেও পাকিস্তান  যেটা করতে ব্যর্থ হল, সেটাই করে দেখাল ইজরায়েল। ইজরায়েলে সমস্ত ধরনের পর্ন সাইট ব্লক করা হল। তবে এরপরেও নেটে পর্ন সিনেমা দেখতে হলে এক কাজ করতে হবে ইজরায়েলে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোনকে ধর্ষণ করল ১২ বছরের ভাই


ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে দরখাস্ত দিয়ে জানাতে হবে আপনি পর্ন দেখতে চান। সার্ভিস প্রোভাইডার আবেদনকারীর বয়স থেকে শুরু করে সব তথ্য খতিয়ে দেখার পর তবেই পর্ন সাইট আনব্লক করে, দেখার অ্যাকসেস দেবে। এই প্রক্রিয়ার ফলে যে কোনও ধরনের পর্ন সাইট ব্লক করার কাজটা অপেক্ষাকৃত সহজ হয়েছে। ইজরায়েলে পর্ন সাইট বন্ধ উদ্যোগ বেশ কয়েক বছর ধরেই নেওয়া হচ্ছে। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্যই কিছুতেই সেটা করা সম্ভব হচ্ছিল না।