ওয়েব ডেস্ক: মাত্রাতিরিক্ত বায়ুদূষণ ঠেকাতে নড়েচড়ে বসল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর কেজরিওয়াল জানালেন দূষণ রুখতে তার সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে। জেনে নেওয়া যাক কেজরি সরকার দিল্লির দূষণ রুখতে এখনই কী ব্যবস্থা নিচ্ছে--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ধুলো রুখতে রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে।


২) আগামী ৫ দিন নির্মাণকাজ বন্ধ রাখা হবে।


৩) দূষণ ছোটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগামী বুধবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হচ্ছে।



৪) আগামী ১০ দিন ডিজেলচালিত জেনারেটর চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।


৫) মানুষকে বেশিক্ষণ সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।


৬) দূষণ নিয়ন্ত্রণে আবার জোড়-বিজোড় গাড়ি চলাচলের নিয়ম চালু করা হবে।


৭) কৃত্রিম বৃষ্টি নিয়ে কেন্দ্রের পরামর্শ ও সাহায্য চাওয়া হচ্ছে।  



আরও পড়ুন- অ্যাসিড হামলা, তিন বোনের মুখে ছুড়ে পালাল যুবক


 আজ দুপুরে নিজের বাসভবনে উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া, পরিবেশ মন্ত্রী ইমরান হুসেন, বিধায়ক কপিল মিশ্রকে নিয়ে বৈঠকে বসেন কেজরিওয়াল। দিল্লির দূষণ নিয়ে উদ্বিগ্ন কেজরি সবার কাছে সাহায্যের আবেদন জানান। বৈঠকে নানা রিপোর্ট নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।