জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধাপরাধ ও মানবিকতার বিরুদ্ধে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি একই অভিযোগ রয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক প্রধান মোহম্মদ দেইফে সহ আরও বহু জনের নামে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসে খোশগল্পে মাতলেন খালেদা-ইউনূস!


আন্তর্জাতিক কোর্টের প্রসিকিউটার করিম খান তিনি মে মাসের ২০ তারিখে আর্জি জানিয়েছিলেন। সেই আর্জির জেরে আন্তর্জাতিক কোর্টের ৩ বিচারকের প্যানেল জানায়, 'চেম্বার বিবেচনা করেছে যে উভয় ব্যক্তিই ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছে।' তদন্তের স্বার্থ রক্ষা ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য গ্রেফতারি পরোয়ানাগুলো 'গোপন' রাখা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারির পর নেতানিয়াহু একটি বিবৃতে জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ইহুদি বিরোধী সিদ্ধান্ত আধুনিক ড্রেফাস ট্রায়ালের সমতুল্য এবং এর পরিণতি একই রকম হবে।' 


ইজরায়েল হামাস যুদ্ধে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৪৪,০৫৬। গাজার মতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। যুদ্ধ শুরু হয় যখন হামাস ৭ অক্টোবর, ২০২৩-এ দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করে, প্রায় ১,২০০ লোককে হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক ছিল এবং আরও ২৫০ জনকে অপহরণ করে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)