ব্যুরো: সংখ্যা বেশি। প্রায়ই শিকার হতে হচ্ছে পর্যটকদের । তাই থিম পার্কের অ্যালিগেটর সরানোর কাজ শুরু করেছে ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি থিম পার্ক কর্তৃপক্ষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লম্বায় চার ফুটের বেশি। অপরাধ বলতে এটুকুই। এজন্যই ছাড়তে হল এতদিনের বসত ভিটে। শেষপর্যন্ত হয়তো প্রাণও। ফ্লোরিডার ডিজনি অ্যালিগেটর পার্কে  সম্প্রতি এভাবেই অনেকগুলি অ্যালিগেটরকে ঝুলি বন্দি করল ফ্লোরিডা ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সদস্যরা।


ফ্লোরিডায় ওয়ার্ল্ড ডিজনির এই অ্যালিগেটর থিম পার্কে কয়েকশো অ্যালিগেটের বাস। প্রায়ই বেড়াতে আসেন পর্যটকরা। কয়েকদিন আগেই এই পার্কেই অ্যালিগেটরের শিকার হয় বছর দুয়েকের এক শিশু। অভিযোগ ওঠে কেন অ্যালিগেটর প্রবণ এলাকায় বিপদ সংকেতের বোর্ড লাগানো হয়নি। প্রশ্নের মুখে পড়ে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ। এরপরই নড়চড়ে বসে পার্ক কর্তৃপক্ষ। 


কিন্তু, পুনর্বাসন না নিধন ? কোনপথে হাঁটবেন ফ্লোরিডা অ্যালিগেটর প্রোগামের সদস্যরা? পর্যটকদের বাঁচাতে অ্যালিগেটরকে পুনর্বাসন দেওয়ার চেয়ে মেরে ফেলাই শ্রেয় মনে করছে ফ্লোরিডা স্টেট কর্তৃপক্ষ। কারণ, যে জায়গায় অ্যালিগেটরদের সরানো হবে, সমস্যা শুরু হতে পারে সেখানেও। তাছাড়া প্রায়ই অ্যালিগেটররা পুরনো জায়গায় ফিরে আসার চেষ্টা করে। তাই মেরে ফেলাটাই শ্রেয়।


এবছর, এখনও পর্যন্ত ২৪ টি অ্যালিগেটরকে সরিয়ে ফেলেছেন পার্ক কর্তৃপক্ষ।