ওয়েব ডেস্ক: বন্দুক নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। মার্কিন কংগ্রেসের সঙ্গে কার্যত সংঘাতের পথ গিয়েই বন্দুক নীতিতে কড়া হলেন বারাক ওবামা। বেপরোয়া বন্দুকের ব্যবহারে লাগাম পরাতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বন্দুকনীতির পক্ষে যে লবি, তার দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এই সংস্কারের কড়া সিদ্ধান্ত নিতে গিয়েই আবেগঘন হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিন বছর আগে কানেক্টিকাটের স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনা উল্লেখ করেন তিনি। নিহত স্কুল পড়ুয়াদের কথা বলতে গিয়ে জলে ভরে ওঠে ওবমার চোখ।