নিজস্ব প্রতিবেদন: বিশ্বের অন্যান্য দেশকে করোনা প্রতিষেধক দেবে আমেরিকা। সাংবাদিকদের এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গবার তিনি জানিয়েছেন,  প্রতিষেধক তৈরি হয়ে গেলে সারা দেশে খুব তাড়াতাড়ি পৌছে যাবে। সম্ভবত বিশ্বের অন্য প্রান্তে আমেরিকাই করোনার প্রতিষেধক পাঠাবে। ভেন্টিলেটরের প্রসঙ্গ টেনে এনে মার্কিন প্রেসিডেন্ট জানান যে প্রতিষেধকের ক্ষেত্রে তাঁরা তেমনটাই করবেন যেমনটা ভেন্টিলেটরের ক্ষেত্রে করেছিলন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এশিয়ার সব থেকে অসুস্থ করোনা রোগী বেঁচে ফিরলেন, ছড়িয়েছিল মৃত্যুর গুজব


মার্কিন মুলুকে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এই বছরের শেষ কিংবা ২০২১ এর শুরুতে প্রতিষেধক নিয়ে আসা। মোডের্না কোম্পানির প্রতিষেধকের জোরেই এই স্বপ্ন দেখছে হোয়াইট হাউস। সোমবারই মোডের্নার প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হয়েছে। একথা জানিয়েছে সে দেসের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবক যারা করোনা আক্রান্ত নয় তাঁদের উপর এই ট্রায়াল চলবে সে দেশের বিভিন্ন ক্লিনিক্যাল কেন্দ্রে।


জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তর সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪৯ হাজারেরও বেশি মানুষ।