নিজস্ব প্রতিবেদন: বাইডেনের আমলে একশো দিনের কাজ আমেরিকাতেও! না, এটা ঠিক ওই গ্রামীণ ভারতের ১০০ দিনের কাজ নয়। জো বাইডেন কর্মভার গ্রহণ করার পরে তাঁর আমলের প্রথম ১০০ দিন সকলকে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে-- এমনই জানিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হবু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে গেলে মাস্ক পরা একান্ত জরুরি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমেরিকাবাসীকে আমি অনুরোধ করব, আপনারা পরবর্তী ১০০ দিন মাস্ক পরুন। কেউ মাস্ক ছাড়া বেরোবেন না। বাইডেন মনে করেন, মাস্ক পরার উপরেই নির্ভর করবে করোনা সংক্রমণের হার। করোনার টিকা এলেও মাস্ক পরেই থাকতে হবে, তা হলেই ক্রমশ সংক্রমণ কমবে। বাইডেন নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের দফতরেও তিনি মাস্ক বাধ্যতামূলক করবেন।


অন্তত মাস্ক-প্রশ্নে বা করোনা-সতর্কতাবিধির দিক থেকে ডোনাল্ড ট্রাম্পকে দাঁড় করিয়ে গোল দিলেন জো বাইডেন। কেননা, ট্রাম্প প্রথম থেকেই মাস্ক-বিরোধী।


আরও পড়ুন: 'টাইমে'র প্রচ্ছদে 'বিজ্ঞানী ও আবিষ্কারক' কিশোরী গীতাঞ্জলি!