করোনা রুখবে `গেম চেঞ্জার!` হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা রাখল `হু`
প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধকে `গেম চেঞ্জার` বলে অভিহিত করেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: গত ২৫ মে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল বাতিল করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ল্য়ান্সেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের মৃত্যুর ঝুকি বাড়ছে। কিন্তু এবার অন্য কোনও রাস্তা না পেয়ে ফের হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল চালানোর নির্দেশ দিল 'হু।' সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন না ব্যবহার করার কারণ নেই।
'হু' প্রধান টেডরস আধানম এ বিষয়ে জানিয়েছেন এক্সিকিউটিভ দল গত সপ্তাহে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তবে মৃত্যুর হার পর্যালোচনা করে কমিটির সদস্যরা ফের এই ওষুধের ট্রায়ালের অনুমতি দিয়েছে। 'হু'প্রধান ধোঁয়াশা পরিষ্কার করে এ-ও জানিয়েছেন যে পর্যালোচক দল যখন ওষুধের তথ্য নিয়ে পর্যবেক্ষণ করছিল, তখন ট্রায়াল বন্ধ রাখতে বলা হয়েছিল। তথ্য মেলার পর ট্রায়াল বন্ধ রাখার কোনও কারণ মেলেনি।
আরও পড়ুন: হতে পারত আমফানের মতই মারাত্মক! কেবল এই কারণেই নিসর্গের কোপ থেকে অল্পের ওপর রেয়াত পেল মুম্বই
মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ব্যবহৃত হত হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধকে 'গেম চেঞ্জার' বলে অভিহিত করেছিলেন। ভারতের কাছ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে নিয়েও গিয়েছিলেন এই ওষুধ। তাতেই শেষ পর্যন্ত ভরসা রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।