ওয়েব ডেস্ক: এক নজরে দেখে নিন, তিনটি খবর। স্টার ট্রেক খ্যাত অভিনেতা অ্যান্তন ইয়েলচিনের মৃত্যুর পরই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি পরীক্ষার সিদ্ধান্ত নিল ফিয়াট ক্রাইসলার অটোমবাইলস। অটো গিয়ারে সমস্যা নাকি অন্য কিছু? চালক নামার পরেও কী কারণে দুহাজার পনেরোর জিপ গ্র্যান্ড শেরোকি হঠাতই রোল ওভার করল, খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। জানিয়েছে ফিয়াট ক্রাইসলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফিরলেন চেলসি ক্লিন্টন। মেয়েকে নিতে নিউইয়র্কের লিনক্স হিল হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। নবজাতককে দেখতে, হাসপাতালে ভির করেন বহু মানুষ। তাঁদের সঙ্গে হাত মেলান ক্লিন্টন দম্পতি।


মাইনাস আঠেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এটাই এখনও পর্যন্ত এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। স্থান আন্দিজ পর্বত সংলগ্ন পেরুর হুয়ানকাভেলিকা অঞ্চল। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত পুনোর পারদ আরও নামতে পারে।