ওয়েব ডেস্ক: পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এশিয়ার সবচেয়ে বৃহত্তম টিউলিপ গার্ডেন। উপত্যকার ডাল লেকের তীর ফের রঙিন হয়ে ওঠার অপেক্ষা। দেখলে চোখ জুড়িয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৫ হেক্টরের ছবির মতো সাজানো বাগান। ৭০ রকমেরও বেশি টিউলিপ ফোটে এই বাগানে। এ বছর ৪ লাখের বেশি টাটকা টিউলিপ আমদানি করা হয়েছে। তার মধ্যে রয়েছে ২০টিরও বেশি নতুন প্রজাতির টিউলিপ।


টিউলিপের বয়সকাল ৩ থেকে ৪ সপ্তাহ। মুষলধারে বৃষ্টি বা তুষারপাতে অনেকসময়ই নষ্ট হয়ে যায় টিউলিপ। হল্যান্ডের টিউলিপ গার্ডেনের সঙ্গে সিরাজ বাগের চেশমা শাহির বাগানের তুলনা করেন অনেক পর্যটক। সত্যিই ভূস্বর্গই বটে।