ওয়েব ডেস্ক: প্রকৃতির রাগ তখন দেখার মত। বাজ, বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত। এই বিপর্যয়ের মধ্যেই পড়ে গিয়েছিলেন এক মহিলা। বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় এসে দাঁড়িয়েছিলেন গাছের তলায়। এরপরই ঘটে সেই কাণ্ড। বাজ সরাসরি এসে পড়ে মহিলার ওপর। পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণ পর দেখা যায় মহিলাটি মাটিতে পড়ে রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিছুটা দূরে পড়ে রয়েছে ছাতাটি। তবে সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই এরপর উঠে দাঁড়ান মহিলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। লাইভ লিক নামের এক ওয়েবসাইটে দেখা যায় পুরো ঘটনাটি। দেখা যায় মহিলাটির সাহায্য ছুটে যাচ্ছেন এক যুবক। জিম্বাবোয়ের হারারে শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে।


অনেকেরই ধারণা যে ছাতার হ্যান্ডেলে লোহার জিনিস থাকায় তাতে বাজ পড়ে। যদিও বজ্রপাত এমন একটা বড় আয়তনে ঘটে যে এত ছোট জিনিস কোনওভাবেই প্রভাব ফেলে না, তাতে যতই লোহার জিনিস থাকুক।