জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মায়ানমারের এক গ্রামে বিমানহানা চালাল সেদেশের সেনা। মঙ্গলবারের ওই হানায় নিহত হয়েছেন নারী ও শিশু-সহ ১০০ জন। দেশের সেনার বিরোধী গোষ্ঠী এদিন পাজিয়াগি গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে বিরোধীদের একটি পার্টি অফিসের উদ্বোধনের কথা ছিল। সেখানেই হামালা চালায় বিমানবাহিনী। ওই হামালার কথা স্বীকার করেছে মায়ানমার সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ন-'আগামী বছর আরও বড় করে রামনবমী হবে, পুরো সমাজকে বলব হাতিয়ার নিয়ে রাস্তায় নামতে', বিস্ফোরক দিলীপ ঘে...


মঙ্গলবার সকাল ৮টা নাগাদ পাজিয়াগি গ্রামের ওই অনুষ্ঠানে বোমা ফেলে মায়ানমার সেনা। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতদের মধ্য রয়েছেন বহু মহিলা ও কমপক্ষে ২০-৩০ জন শিশু। তালিকায় রয়েছেন সেনা বিরোধী আন্দোলনকারী নেতারাও। অনুষ্ঠানের সময়ে প্রথমে আকাশে একবার হেলিকপ্টার চক্কর দিয়ে যায়। আধঘণ্টা পরে সেখানে এসে বোমা ফেলে যায় ফাইটার জেট। এলাকায় ঢুতে দেওয়া হচ্ছে না সংবাদমাধ্যমকে। তাই মৃতের সংখ্যা সঠিক কত তা এখনও স্পষ্ট নয়।


মায়ানমারের সেনার তরফে বলা হয়েছে, ওই জায়গাতে আমরাই হামলা চালিয়েছি। এদিন ওই গ্রামে সকাল আটটা নাগাদ একটি পার্টি অফিস খোলার কথা ছিল। ওখানবে কাজ করছে দেশের সরকার বিরোধী সংগঠন ন্যাশনাল ইউনিটি গর্ভমেন্ট। তাদের সশস্ত্র সংগঠন পিপিলস ডিফেন্স ফোর্স এদিন একটি সভা করছিল। ওখানে অনেকেই সাধারণ মানুষের পোশাক পরে ছিল। 


ওই বিমানহানার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। প্রসিডেন্ট অ্যান্তনিও গুতেরেস সাধারণ মানুষের উপরে এমন হামলার তীব্র নিন্দা করেছেন। অন্যদিকে, একে নারকীয় ঘটনা বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)