ওয়েব ডেস্ক: পাকিস্তানের লাল শেহবাজ কোয়ালান্দার সৌধে বিরাট বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৩০ এবং আহত একশোরও বেশি। পাক সংবাদ সংস্থা 'ডন'-কে তালুকা হসপিটালের সুপার জানিয়েছেন যে ৩০টি দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে।


আজ পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেওয়ান টাউন এলাকার এই বিখ্যাত সৌধে 'ধামাল' নামক সুফি অনুষ্ঠান চলাকালীন বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আর তারপরেই ভয় পেয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন উপস্থিত মানুষেরা। তাতেই পদপৃষ্ট হয়ে প্রান হারান ও অসুস্থ হন অনেকেই। উদ্ধারকারীরা প্রাথমিকভাবে তাঁদের স্থানীয় চিকিত্‍সা কেন্দ্রে নিয়ে যায়। কেবল তালুকা হসপিটালেই নিয়ে যাওয়া হয়েছে ১০০-র কাছাকাছি মানুষকে। (আরও পড়ুন- ভারতের ঐতিহাসিক উত্‍‍ক্ষেপণ সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ চিন)