নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের জঙ্গিদের সাহায্য করার পাশাপাশি দেশেও জঙ্গিদের উত্সাহ দিচ্ছে পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘের হিউম্যান রাইটস কাউন্সিলে পরিসংখ্যান দিয়ে ইমরান খান সরকারকে নিশানা করল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে একটা ভুল; আপনার অ্যাকাউন্ট কীভাবে সাফ হয়ে যেতে পারে, জানাল SBI 


রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফাস্ট সেক্রেটারি পবন বাধে সওয়াল করেন, ইমরান খান সরকার সেদেশে জঙ্গিদের তালিকা থেকে ৪,০০০ জনের নাম বাদ দিয়েছে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি প্রশিক্ষণ শিবির।  সীমান্ত পেরিয়ে ভারতে নাশকতা চালাচ্ছে এরাই।


পবন বাধে আরও বলেন, পাকিস্তান চিরকালই জঙ্গিদের স্বর্গরাজ্য। গোটা পৃথিবী যখন করোনা মোকাবিলায় ব্যস্ত, পাকিস্তান তখন চুপিসাড়ে জঙ্গিদের তালিকা থেকে ৪,০০০ নাম বাদ দিয়ে দিয়েছে। প্রসঙ্গত, জঙ্গিদের সমর্থন ও ধর্মীয় কারণে পাক সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের জন্য ইমরান খান সরকারকে নিশানা করেন বাধে।


আরও পড়ুন-রাজ্য প্রশাসনে সচিব স্তরে একগুচ্ছ বদল, কে পেলেন কোন দফতরের দায়িত্ব?


পাকিস্তানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের কথাও তুলে ধরে ভারত। বলা হয়, পাকিস্তান এখন সেদেশের সংখ্যালঘুদের নিধনক্ষেত্রে পরিণত হয়েছে।


পাক অধিকৃত কাশ্মীরে পাক সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে বাধে বলেন, দেশের অন্যান্য প্রান্তের মানুষজনকে সেখানে নিয়ে গিয়ে বসতি বানিয়ে দিচ্ছে পাকিস্তান। এর ফলে পাক অধিকৃত কাশ্মীরের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে।