ওয়েব ডেস্ক: ১৫ দিনের ব্যবধানে ঝিনাইদহে ফের জঙ্গি ডেরার হদিশ। রাতভর পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি। আরেক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিহত বলে দাবি খুলনা রেঞ্জের ডিআইজির। সঙ্ঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন অতিরিক্ত পুলিস সুপার। আটক করা হয়েছে ৪জনকে। জঙ্গি আস্তানা থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক।বাংলাদেশে ফের জঙ্গি আতঙ্ক। রাতভর পুলিস-জঙ্গি গুলির লড়াই। নিকেশ ২ জঙ্গি।সন্দেহজনক জঙ্গি ডেরায় লুকিয়ে কয়েকজন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হানা দেয় পুলিস ও কাউন্টার টেররিজম ইউনিট। বাড়ি ঘিরে রাতভর চলে গুলির লড়াই। পুলিসের গুলিতে খতম হয় এক জঙ্গি। অন্য এক জঙ্গি বাড়ির ভিতরেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে দাবি পুলিসের।নিহত ২ জঙ্গি নব্য জেএমবির সদস্য বলে দাবি খুলনা রেঞ্জের ডিআইজির। তাদের একজনের নাম তুহিন। জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ বিস্ফোরক।জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হয়, তার মালিকের নাম জহিরুল ইসলাম বলে জানান স্থানীয় বাসিন্দারা। ভোরের দিকে তাঁদের নজরে পড়ে প্রচুর পুলিস। গুলি ও বিস্ফোরণের শব্দ তাঁরা শুনতে পেয়েছেন বলে দাবি। এর আগে গত মার্চে সিলেটের বহুতলে আশ্রয় নিয়েছিল কয়েকজন জঙ্গি। তাদের নিকেশ করতে ৪দিন লেগে যায়। পরে ওই বহুতলের অদূরে একটি মাদ্রাসার কাছেই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণে ছজনের মৃত্যু হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আঠারোতেই আইনস্টাইন, হকিংকে হারিয়ে দিল এই ভারতীয় কিশোরী!


এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঝিনাইদহের পোড়ামাটি গ্রামে আবদুল্লা নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিস। ২দিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই অভিযানের এক সপ্তাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আরেক জঙ্গি ডেরার সন্ধান পাওয়া যায়।গোটা দেশে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়ছে জঙ্গিরা। আতঙ্ক বাড়ছে।


আরও পড়ুন  অতি রোগা মডেল নিষিদ্ধ হল ফ্রান্সে