নিজস্ব প্রতিবেদন: নাগোর্নো-কারবাখের বিতর্কিত এলাকা নিয়ে যে যুদ্ধ বেঁধেছিল অবশেষে সে বিষয়ে শান্তি চুক্তি সম্পাদিত হল। প্রায় ছয় সপ্তাহ লড়াইয়ের পর এ চুক্তি হল। চুক্তিতে সামিল হল আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান যদিও এই চুক্তিকে তাঁর এবং তাঁর দেশের জনগণের জন্য 'খুবই বেদনাদায়ক' বলে উল্লেখ করেছেন। সেপ্টেম্বরে লড়াই শুরুর পর থেকে অনেকবার অস্ত্রবিরতি হলেও সবই ব্যর্থ হয়েছে। আজ, মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে শান্তি চুক্তিটি।


নতুন চুক্তিবলে আজারবাইজানের হাতেই থাকবে নাগোর্নো-কারাবাখ। আর্মেনিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিকটবর্তী আরও কিছু এলাকা থেকে সরে যাবে বলে জানা যাচ্ছে। অনলাইন এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শান্তিরক্ষীরা ফ্রন্টলাইনে টহল দেবে। শান্তিরক্ষা প্রক্রিয়ায় তুরস্কও অংশ নেবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন:  দীপাবলির উপহার! হাসিনার দেশের সেনাশক্তি বাড়াল মোদীর ভারত