ওয়েব ডেস্ক: মিউনিখে বন্দুকবাজের হামলার পর ফের নাশকতা জার্মানিতে।
এবারে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল নুরেমবার্গের কাছে বাভারিয়া প্রদেশের শহর আন্সবাখ। একটি মিউজিক ফেস্টিভ্যালের বাইরে কাফেতে ওই বিস্ফোরণে আহত অন্তত বারো জন। হামলাকারী সিরিয়া থেকে যাওয়া এক শরনার্থী বলে পুলিস জানতে পেরেছে।


মিউনিখের হামলাকারী ISIS জঙ্গি নয়, আসলে 'মানসিক রোগগ্রস্থ'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শরনার্থী হিসেবে বৈধ আশ্রয় না পাওয়া সাতাশ বছর বয়সী ওই যুবক মিউজিক ফেস্টিভ্যালে ঢুকতে চেয়েছিল। বাধা পেয়েই সে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরই ওই অনুষ্ঠান স্থল থেকে প্রায় দুহাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে বাভারিয়া প্রদেশে তিনবার হামলার ঘটনা ঘটল।


কাবুলে জোড়া বিস্ফোরণ ঘটাল ISIS


মিউনিখের শপিং মলে হামলার কিছুদিন আগেই উয়ের্জবার্গে চলন্ত ট্রেনে কুঠার নিয়ে যাত্রীদের ওপর এলোপাথারি হামলা চালায় আফগান বংশোদ্ভূত এক যুবক।