ওয়েব ডেস্ক: বন্দুকবাজদের তাণ্ডবে রক্তাক্ত হল জর্ডন। নিহত হলেন কমপক্ষে চোদ্দজন। দেশের দক্ষিণের শহর কারাক। সেখানেই কারাক ক্রুসেডার ক্যাসেল। পর্যটকদের কাছে জনপ্রিয় ডেস্টিনেশন। রবিবার ক্যাসেলে ঢুকে পড়ে দশ হামলাকারী। পর্যটকদের পণবন্দি করে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিরাপত্তারক্ষীরা প্রায় পাঁচঘণ্টার চেষ্টায় দুর্গকে দখলমুক্ত করেন। মারা গেছেন কানাডার এক পর্যটক সহ চোদ্দজন। চার হামলাকারীকেও গুলি করে মেরেছেন নিরাপত্তাকর্মীরা। চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিসকর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে আঠাশজন আহত হয়েছেন।


আরও পড়ুন- ফিরে দেখা ২০১৬ : পাঁচটা ভয়ানক ভাইরাল খবর


শহরের বাইরে একটি ভাড়া করা ফ্ল্যাটে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র-বিস্ফোরক ও নথি। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি। যদিও পুলিসের সন্দেহ এটা কোনও জঙ্গি স্লিপার সেলেরই কাজ। সম্প্রীতি ও শান্তির জন্য বিখ্যাত জর্ডনেও কি থাবা বসাল সন্ত্রাস? রবিবারের রক্তপাত তুলে দিল সেই প্রশ্ন।


আরও পড়ুন- ফিরে দেখা ২০১৬ : এক নজরে দুনিয়ার সেরা ৫ নিউজ মেকার