ওয়েব ডেস্ক : এতদিন হাসপতাল থেকে ফোন এলেই সবাই জানত, পরিবারে আবার পুরুষ সংখ্যা বাড়ল। নতুন পুরুষ সদস্য এল পরিবারে। কিন্তু, এবার যে ফোনটা এল, তা শুনে যেন নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না ওই পরিবারের লোকগুলোর। “মেয়ে হয়েছে, মেয়ে।” ১০০ বছর পর আবার কন্যাসন্তানের জন্ম হল ইডাহোর আন্ডারডাহল পরিবারে।


সালটা ছিল ১৯১৪। ঘর আলো করে এসেছিল ফুটফুটে এক ছোট্ট পরী। তারপর চার প্রজন্ম পার। ১০০ বছর পর আবার ঘর আলো করে এল আরেক পরী। নাম রাখা হয়েছে অরেলিয়া। ১২ এপ্রিল জন্ম হয়েছে অরেলিয়ার। ছোট্ট অরেলিয়ার জন্য এরমধ্যেই কেনা হয়ে গেছে গোলাপি রঙের পোশাক, হেডব্যান্ড। এত বছর পর মেয়ের আগমনে বাড়ি জুড়ে এখন শুধুই খুশির হাওয়া।