ওয়েব ডেস্ক : ২১ অগাস্ট আমেরিকার মাটিতে দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। গত ৯৯ বছরে এই প্রথম সেখানার মানুষ সাক্ষী রইলেই এমন এক মহাজাগতিক ঘটনার। আর সেই সূর্যগ্রহণ চলাকালীন দক্ষিণ ক্যারোলিনার একটি হাসপাতালে জন্ম নিল একলিপস ইউব্যাংক্স! প্রাচীন গ্রিক শব্দ 'এক্লেপ্সিসের' থেকে 'একলিপস' শব্দটি এসেছে, যার অর্থ গ্রহণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোমা নিয়ে বিমানে ওঠার চেষ্টা, গ্রেফতার পাকিস্তানি


আগামী ৩ সেপ্টেম্বর ফ্রিডম ও মাইকেল ইউব্যাংক্সের কোলে আসার কথা ছিল একলিপসের। কিন্তু, হঠাত্ই দিন পাল্টে তা হয়ে যায় ২১ অগাস্ট। প্রথমটায় তাদের শিশুকন্যার নাম ঠিক হয় ভায়োলেট রাখা হবে। কিন্তু, তারপরই মাথায় আসে গ্রহণের দিনে কন্যার জন্ম। আর তাই নাম রাখা হবে একলিপস। রাখাও হল তাই। একলিপসকে কোলে নিয়ে মা ফ্রিডমের একটি ছবিও পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়াতে। বর্তমানে তা বিশ্বজুড়ে ভাইরাল।