নিজস্ব প্রতিবেদন: মারা গেলেন বাহরিনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সলমন আল খলিফা। রয়্যাল প্যালেসের তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৩৫ সালের ২৪ নভেম্বর জন্ম সলমনের। ছোট থেকেই রাজনৈতিক আবহে বেড়ে ওঠা। ১৯৭০ সাল থেকে সলমন আল খলিফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। 


বিশ্বের সব চেয়ে বেশি সময়  কোনও দেশের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড তাঁরই দখলে। তবে ২০০২ সালে যে নতুন নিয়ম সে দেশে লাগু হয়েছিল, সেই মোতাবেক তাঁর ক্ষমতা কিছুটা সীমিত হয়। রাজার সঙ্গে ক্ষমতা কিছুটা ভাগ করে নিতে হয়েছিল তাঁকে। 


আরও পড়ুন:  উত্তর মোজাম্বিকে পঞ্চাশেরও বেশিজনের মাথা কেটে নিল ইসলামি জঙ্গি