নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে হামলায় দোষী সাব্যস্ত ৯ জনের মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৪ সালে পাবনায় ট্রেনের মধ্যে শেখ হাসিনার ওপরে হামলার ঘটনায় ওই ৯ জনকে মৃত্যুদণ্ড দিল পাবনা আদালত। পাশাপাশি দোষী সাব্যস্ত ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল পাবনার নিম্ন আদালত।


আরও পড়ুন-বিজেপিতে নাম লেখালেন ফিরহাদের প্রাক্তন আপ্ত সহায়ক


বিরোধী দলনেত্রী থাকাকালীন ১৯৯৪ সালে ট্রেনে চড়ে দেশে ঘুরে প্রচার করছিলেন শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর পাবনার ট্রেন ঈশ্বরীপুরে পৌঁছালে গুলি চালানো হয় হাসিনার বগিতে। খালেদা জিয়ার আমলে ওই হামলায় কোনওক্রমে বেঁচে যান হাসিনা।



মৃত্যদণ্ডাদেশপ্রাপ্ত ৯ জনই বিএনপির নেতা। এর মধ্যে রয়েছেন বিএনপির এক কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপির পাবনা জেলা সম্পাদক। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন পলাতক। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছে বিএনপি।


আরও পড়ুন-রাজ্যের 'বাংলা' নামে 'না' কেন্দ্রের, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক


ওই ঘটনায় মোট ১৩৫ জনের বিরুদ্ধে মামলা করে রেল পুলিস। কিন্তু খালেদা জিয়ার আমলে চাপা পড়ে যায় ওই মামলা। ১৯৯৬ সালে আওয়ামী লিগ ক্ষমতায় এলে এনিয়ে ফের তদন্ত শুরু হয়। পুলিস শেষপর্যন্ত চার্জশিট পেশ করে মোট ৫২ জনের বিরুদ্ধে।