জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বৈঠকের আগেই চরম হুঁশিয়ারি বাংলাদেশের। ভারতের সঙ্গে যেসব বিষয়ে বাংলাদেশ বঞ্চিত হয়েছে, সেসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানালেন বিজিবি-র মেজর জেনারেল। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথম বারের জন্য দিল্লিতে শীর্ষস্তরের বৈঠকে বসছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bangladesh: ইতিহাসের ঢাকা! শহরের স্থাপত্য-সঙ্গমে এক স্রোতে এসে মিশেছে বৌদ্ধ ও ইসলামি ধারা...


ফেব্রুয়ারিতে বৈঠকের আগেই বিজিবি প্রধান মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি জানান, 'বিদেশ মন্ত্রককে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনও ছাড় দেওয়া হবে না। যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে কোনও ছাড় দেব না।'


তিনি আরও জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়ে আসছে। তবে এখনও সমস্যার সমাধান হয়নি। এবারের বৈঠকে এই ইস্যুতে কোনও আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। বিজিবি প্রধানের বক্তব্য, 'চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত উত্তেজনা ও তাদের সঙ্গে বিভিন্ন নদীর সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা।  মোট কথা কোনও বিষয়ে তাদের ছাড় দেওয়া হবে না।'


সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় ভারত এবং বাংলাদেশের বাহিনীর মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ কাঁটাতার বসাতে উদ্যোগী হলে বিজিবি তাতে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল এখনও কাঁটাতারবিহীন রয়ে গিয়েছে। রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা চাই, সীমান্তে বেড়াসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাগুলো আমাদের সঙ্গে ইতিবাচকভাবে বাস্তবায়ন হোক। অপরাধমুক্ত সীমান্ত গড়তে দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে বেড়া নির্মাণের কাজ চলছে।' 



আরও পড়ুন, Bangladesh | Mahafuz Alam: বদলের বাংলাদেশে ফের বদল! হাসিনা পতনের মুখ্য কারিগর হঠাত্ই মুজিবের পক্ষে


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)