ওয়েব ডেস্ক: একটি মামলায় ৩৯ জনকে ফাঁসির সাজা শোনাল বাংলাদেশের আদালত। বাংলাদেশের ফেনির ফুলগাজি উপজেলার চেয়ারম্যান একরামুল হক খুনে এই সাজা শুনিয়েছেন বিচারক আমিনুল হক।
২০১৪ সালে ২০ মে ফেনিতে খুন হন উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামি লিগের তত্কালীন সভাপতি একরামুল সাহেব। প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তাঁকে। ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিস। প্রায় ২ বছর পর শুরু হয় বিচারপক্রিয়া। মামলায় মোট ৪৪ জনকে গ্রেফতার করে পুলিস। এর মধ্যে ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গিয়েছে। 
দোষীদের মধ্যে ৩৬ জন বর্তমানে কারারুদ্ধ। জামিনে মুক্তির পর পলাতক ৯ জন। ১০ অভিযুক্তকে গ্রেফতারই করতে পারেনি পুলিস। এক আসামি নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছেন। 
মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।