নিজস্ব প্রতিবেদন: ৩২ বছরের সাংবাদিক সুবর্ণা নদী আর নেই! মঙ্গলবার আততায়ীদের হাতে খুন হন তিনি। বাংলাদেশের এই মহিলা সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে বলেই জানিয়েছেন পাবনা জেলার সাংবাদিক সংগঠনের সম্পাদক কাজি বাবলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিডি নিউজে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল সুবর্ণার বাড়িতেই তাঁকে খুন করা হয়েছে। পাবনার অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট ইবনে মির্জা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০.৪৫ নাগাদ সাংবাদিকের বাড়িতে আসেন ৯-১০ জন আততায়ী। তারা সুবর্ণার বাড়ির বেল বাজায় এবং দরজা খুলতেই সুবর্ণাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অচতৈন্য অবস্থায় সুবর্ণা-কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 


অবৈধ সন্তান রয়েছে মার্কিন প্রেসিডেন্টের!


সাংবাদিক সুবর্ণা পাবনা জেলার সাংবাদিক মহলে বেশ পরিচিত নাম। বেসরকারি সংবাদমাধ্যম আনন্দ টিভি এবং বাংলা দৈনিক জাগ্রত-র প্রতিনিধি ছিলেন তিনি। স্বামী রাজীবের সঙ্গে তাঁর বিচ্ছেদের মামলা চলছিল বলেও জানা যাচ্ছে। সুবর্নার ৯ বছরের একটি মেয়েও আছে।



প্রসঙ্গত, কী কারণে তাঁকে খুন করা হল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। তদন্তকারীরা জানতে পেরেছে খুনের দিন ১০ থেকে ১২ জন মোটর বাইকে চেপে সুবর্ণার বাড়ি এসেছিল। রাত ১০টা থেকে ১২টা-র মধ্যেই খুনের ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন তাঁরা। একই সঙ্গে পারিবারিক হিংসার বিষয়টিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


Video: গুরুদ্বারে বসে নমাজ পড়লেন যুবক, ভাইরাল হল ভিডিয়ো


উল্লেখ্য, সুবর্ণার খুনের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন গৌরি লঙ্কেশ হত্যাকান্ডের। বামপন্থী মনোভাবাপন্ন সাংবাদিক গৌরি লঙ্কেশকেও ঠিক একইভাবে খুন করা হয়েছিল। আততীয়রা মোটর বাইকে চেপে আসে এবং খুব কাছ থেকে তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই প্রাণ হারান গৌরি লঙ্কেশ। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে অতীতে যে পিস্তল দিয়ে খুন করা হয়েছিল অধ্যাপক এম এম কালবুর্গিকে সেই একই পিস্তল ব্যাবহার হয়েছে গৌরি লঙ্কেশ হত্যাকান্ডেও। ওয়াকিবহাল মহলের একাংশ এই খুনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে। তবে সুবর্ণার খুনের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে কি না সে বিষয়ে একনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।