সেলিম রেজা, ঢাকা: অশান্ত বাংলাদেশ। কী চলছে পদ্মপারে? ঢাকায় বিভিন্ন মিশনের দায়িত্বপ্রাপ্ত বিদেশি কূটনৈতিকদের কাছে এবার বিবৃতি দিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তুলে ধরা হল ধর্মীয় সংখ্যালঘু ও ইসকন-সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Jai Bangla Slogan: বদলের বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে 'জয় বাংলা' স্লোগান!


সূত্রের খবর, গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জরুরি চিঠি পাঠানো হয় ঢাকার কর্তব্যরত বিদেশি কূটনীতিকদের। এরপর আজ সোমবার রাষ্ট্রীয় অতিথিভবনে তাঁদের সামনে বিবৃতি দেন পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। হাজির ছিলেন রাষ্ট্রদূত, হাইকমিশনার,  চার্জ দ্য অ্যাফেয়ার্স বা বিভিন্ন মিশনের প্রধান ও কুটনীতিকরা। আন্তর্জাতিক সংস্থা বা সংগঠনগুলিকে অবশ্য ডাকা হয়নি।


বদলের বাংলাদেশের 'আক্রান্ত' সংখ্যালঘুরা। গ্রেফতার করা হয়েছে  বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সূত্রের খবর, বিদেশি কূটনৈতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে উঠে এসেছে সবই।


এদিকে বাংলাদেশের অশান্ত আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। আজ, সোমবার বিধানসভায় কেন্দ্রীয় সরকারের বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকারকে তত্‍পর হওয়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য কেন দিলেন, আমি বুঝতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য হয়ত সহায়ক হবে না। এটা অবশ্য আমার মত'।


আরও পড়ুন:  Bangladesh| ISKCON: চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতারির পর এবার বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে ইস্কন! এল বড় আপডেট



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)