নিজস্ব প্রতিবেদন: উত্সবের দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলিতে প্রদর্শন করা যাবে না ভারতীয় বা অন্য কোনও বিদেশি ছবি। বুধবার এক রায়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। রায়ে বিচারপতিরা জানিয়েছেন, ইদ, শারদোত্সব ও পয়লা বৈশাখে বাংলাদেশে দেখানো যাবে শুধুমাত্র দেশিয় প্রযোজনা ও যৌথ প্রযোজনায় তৈরি সিনেমা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিকাগোয় বিশ্ব হিন্দু সম্মেলনে রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানাল সংঘ পরিবার


গত ১০ মে বাংলাদেশে বিদেশি ছবি দেখানোর ওপর স্থগিতাদেশ জারি করে সেদেশের সর্বোচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেদেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এক হল মালিক। এদিনের শুনানিতে হল মালিক ও প্রযোজনা সংস্থাগুলির সংগঠনের বক্তব্য শুনে উত্সবের দিনগুলিতে বাংলাদেশে বিদেশি প্রযোজনার চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত।