রোহিঙ্গাদের সিম কার্ড বিক্রি নিষিদ্ধ করল বাংলাদেশ
ওয়েব ডেস্ক: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখে রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। রবিবার সেদেশের প্রশাসন সূত্রে এখবর জানানো হয়েছে।
বাংলাদেশের চারটি প্রধান মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের সিম বিক্রি করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। দিতে হবে মোটা জরিমানা। গত কয়েকমাসে মায়ানমার সীমান্ত দিয়ে প্রায় ৪.৩০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে নারাজ বাংলাদেশ।