নিজস্ব প্রতিবেদন: ফুটবল নিয়ে হাতাহাতি সংঘাত ঝামেলার ইয়ত্তা নেই। পৃথিবীর সব জায়গাতেই এই ছবি। রবিবার কোপা আমেরিকা ফাইনালে মুখোমুখি চির-প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। গোটা বিশ্ব মুখিয়ে আছে রবিবার ভোরের এই ম্যাচ নিয়ে। বাংলাদেশে সেই উন্মাদনা তুঙ্গে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আমেরিকার এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে বাকি বিশ্বের মতো দু'ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশও। রবিবারের Copa America finalনিয়ে এবার বাংলাদেশে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে।  এতদূর যে, জারি হয়েছে পুলিসি সতর্কতা। পুলিস (Police) যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। 


আরও পড়ুন:  পার্কে শিশুকে স্তন্যপানে বাধা, মায়ের কাছে ক্ষমা চাইল Disneyland কর্তৃপক্ষ


ভক্তদের কথা কাটাকাটি যুক্তিতর্ক ছাড়িয়ে প্রাণহানির পর্যায়ে গড়াল বাংলাদেশে। কোপা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা (Brazil-Argentina) মুখোমুখি হওয়া নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় (Brahmanbaria)।
জানা গিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভাল খেলে, এ নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সঙ্গে যোগ দেন দুদলের আরও কিছু সমর্থক। 


কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে পুলিস বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: বাংলাদেশের নারায়ণগঞ্জে ফুড প্রসেসিং কারখানায় বিধ্বংসী আগুন; জীবন্ত দগ্ধ ৫৩, নিখোঁজ বহু