নিজস্ব প্রতিবেদন :  সুষমা স্বরাজের প্রয়াণে মূহ্যমান গোটা দেশ। শোকপ্রকাশ করছে আন্তর্জাতিক মহলও। ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দুঃখ প্রকাশও করেছেন তিনি।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

   



ভারত-বাংলাদেশ সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা স্বরাজ। রাজনীতির উর্দ্ধে আন্তরিক সুষমার এই অবদান মনে রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষমার আকস্মিক প্রয়ানে শোকাহত শেখ হাসিনা লন্ডন থেকে এক শোকবার্তায় বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। আমরা একজন ভালো বন্ধুকে হারালাম। শেখ হাসিনা আরও বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের কথা বাংলাদেশ সর্বদা মনে রাখবে।


আরও পড়ুন - দরকারেই পাশে ছিলেন 'সুষমাজি', জিতেছিলেন মন, হয়ে উঠেছিলেন 'সুপার মম'


সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা। সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিদেশমন্ত্রী ডঃ এ.কে আব্দুল মোমেনও।