নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, দুর্গাপুজোর উপহার হিসেবে মমতাকে শাড়ি, ফুল ও মিষ্টি পাঠিয়েছেন হাসিনা। জানা গিয়েছে, ৪টি শাড়ি ও ১০ কেজি মিষ্টি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশের হাই কমিশনার মারফত সেই উপহার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে এমনই খবর।


মমতা ও হাসিনার মধ্যে এই উপহার-রেওয়াজ অবশ্য নতুন নয়। আগেও তাঁরা বিভিন্ন উপলক্ষ্যে পরস্পরকে উপহার পাঠিয়েছেন। ভারত সফরে এলেই মমতার সঙ্গে দেখা করেন হাসিনা। মমতাও বাংলাদেশে গিয়ে হাসিনার বাড়ি গিয়েছেন।


এ কথা ঠিক, ভারত ও বাংলাদেশের মধ্যে জলবণ্টন নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তবে ইদানীং তা অনেকটাই কমেছে। দুই বাংলার মধ্যে বাণিজ্যিক সম্পর্কও আগের চেয়ে মজবুত হয়েছে।


আরও পড়ুন: ইন্টারনেট কোম্পানির নামে সন্তানের নাম রাখলে ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে পরিষেবা