জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এর মধ্যেই খবর হল বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে কিনছে স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইল আব্দালি। এনিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলছে বাংলাদেশ সরকার। এমনটাই খবর ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং(আইডিআরডাবলিউ) ওয়েবসাইটের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেমারিতে লাইন পার করতে গিয়ে ভয়ংকর ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ২ মহিলার দেহ


ওই ওয়েবসাইটের খবর অনুযায়ী পাকিস্তান থেকে বাংলাদেশ কিনতে চাইছে স্বল্প পাল্লার আব্দালি এসআরবিএম ক্ষেপণাস্ত্র। এটির পাল্লা ৪০০ কিলোমিটার। ফলে এনিয়ে ভারতের উদ্বেগের কারণ রয়েই যাচ্ছে।  


প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, মূলত দুটি কারণে ওই ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চাইছে পাকিস্তান। প্রথমত, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির সুযোগ নিয়ে এই অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করতে চায় ইসলামাবাদ। দ্বিতীয়ত এটির যা পাল্লা তাতে এটি একমাত্র ভারতে বিরুদ্ধেই ব্যবহার করা যাবে।


এমন একটি খবর ভারতের জন্য কি হুমকি? বিশেষজ্ঞরা বলছেন, আব্দালি ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য একটা হুমকি তো বটেই। কারণ উত্তরপূর্বের অধিকাংশ শহরগুলিই এর পাল্লায় চলে আসবে। ফলে বিষয়টি চিন্তার বলেই মনে করা হচ্ছে। তবে জানা যাচ্ছে ওই মিসাইল বাংলাদেশকে বিক্রি করতে গেলে পাকিস্তানকে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর সঙ্গে কথা বলতে হবে। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)